হিজবুল্লাহর মুগনিয়াকে হত্যার কারণে ধ্বংস হবে ইসরাইল: জেনারেল সুলায়মানি
(last modified Thu, 15 Feb 2018 12:37:56 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১৮:৩৭ Asia/Dhaka
  • মেজর জেনারেল কাসেম সুলায়মানি
    মেজর জেনারেল কাসেম সুলায়মানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ইউনিটের প্রধান মেজর জেনারেল কাসেম সুলায়মানি বলেছেন, হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনিয়াকে হত্যার কারণে দখলদার ইসরাইল ধ্বংস হবে। এর মধ্যদিয়ে ইমাদ মুগনিয়াকে হত্যার কেসাস পরিপূর্ণতা পাবে।

আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনিয়ার দশম শাহাদাৎ বার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি সিরিয়ার দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের এক সন্ত্রাসী হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইমাদ মুগনিয়া শাহাদাৎবরণ করেন।

জেনারেল সোলায়মানি বলেন, বর্তমানে ফিলিস্তিনের গাজা ও লেবানন এখন ইহুদিবাদী ইসরাইলের জন্য উদ্বেগ-উৎকণ্ঠার স্থায়ী উৎসে পরিণত হয়েছে। ফিলিস্তিন থেকে নিক্ষিপ্ত প্রতিটি ক্ষেপণাস্ত্রেই ইমাদ মুগনিয়ার প্রভাব বা ছাপ লক্ষ্য করা যাবে। 

তিনি বলেন, হিজবুল্লাহর ইমাদ মুগনিয়া ফিলিস্তিনি সংগঠনগুলোকে প্রতিরোধের কেন্দ্রের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিয়েছেন। হামাসকে শক্তিশালী করেছেন। পিপলস ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন বা পিএফএলপি-কে সক্রিয় করেছেন। এর মধ্যদিয়ে গাজা ইসরাইলের জন্য এমন এক ব্যুহে পরিণত হয়েছে যা কোনোভাবেই আর দখলযোগ্য নয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫ 

 

 

ট্যাগ