আরো ৩ জন নারী রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে ইরান
মার্চ ০৫, ২০১৮ ০২:১৫ Asia/Dhaka
-
পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরান আরো তিনজন নারী রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে। এ নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রশাসনের কাছে একটি প্রস্তাব তুলে ধরেছেন।
জাওয়াদ জারিফ বলেন, “আমরা এইরমধ্যে মন্ত্রী, মুখপাত্র ও নারী রাষ্ট্রদূত নিয়োগ করেছি।”
রোববার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। কমিটির মুখপাত্র হোসেইন নাকাভি হোসেইনি ইরনাকে দেয়া এক সক্ষাৎকারে একথা জানান।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ রোববার ইরানের জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন। আগেই ১৪ জন সংসদ সদস্য তার কাছে ১৬টি প্রশ্ন করেছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪
ট্যাগ