ফিলিস্তিনের ওপর ইসরাইলি দখলদারিত্ব বেশিদিন স্থায়ী হবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i54041-ফিলিস্তিনের_ওপর_ইসরাইলি_দখলদারিত্ব_বেশিদিন_স্থায়ী_হবে_না_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ফিলিস্তিনি ভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব আর বেশিদিন টিকবে না। আমেরিকা সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যে বাগাড়ম্বর করেছেন তার প্রতিক্রিয়ায় জারিফ এ মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ০৭, ২০১৮ ০৭:৫৪ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ফিলিস্তিনি ভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব আর বেশিদিন টিকবে না। আমেরিকা সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যে বাগাড়ম্বর করেছেন তার প্রতিক্রিয়ায় জারিফ এ মন্তব্য করেন।

তিনি তার অফিসিয়াল টুইটার একাউন্টে লিখেছেন, “মধ্যপ্রাচ্যের সব সংকটের মূলে রয়েছে ইসরাইলি দখলদারিত্ব। ঐতিহাসিকভাবে অন্য দেশের ভূমি জবরদখলকারীরা বেশিদিন স্থায়ী হয় না।  কাজেই ফিলিস্তিনের ওপর ইসরাইলি দখলদারিত্বও বেশিদিন স্থায়ী হবে না।”

এর আগে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ইহুদিবাদী লবিস্ট কমিটি আইপ্যাকে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সিরিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকে নিজের প্রভাব শক্তিশালী করার চেষ্টা করছে তেহরান।

মঙ্গলবার আইপ্যাকে বক্তব্য রাখেন নেতানিয়াহু

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে ‘ইসরাইলের অস্তিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব শান্তির জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেন।  তিনি দাবি করেন, এই সমঝোতা ইরানকে আগের চেয়ে বেশি ‘উদ্ধত ও বিপজ্জনক’ করে তুলেছে।

তিনি মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র তুলে ধরে বলেন, ইরান গোটা অঞ্চলের ওপর সামাজ্রবাদী শাসন প্রতিষ্ঠান করতে চায়। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭