সৌদি আরব ও মিশরের অভিযোগ প্রত্যাখ্যান করল তেহরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরব ও মিশরের পক্ষ থেকে উত্থাপিত এই অভিযোগের সত্যতা প্রত্যাখ্যান করেছে যে, তেহরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এক বিবৃতিতে বলেছেন, “আমরা ইরানের পক্ষ থেকে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগের নিন্দা জানাচ্ছি ও প্রত্যাখ্যান করছি।”
তিনি আরো বলেন, “প্রতিবেশী দেশগুলোর সমস্যা সমাধানে সহায়তা করাকে ইরান তার পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়েছে। আঞ্চলিক সংকট নিরসন করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই তেহরানের লক্ষ্য।”
সৌদি আরব ও মিশরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে কথিত ‘হস্তক্ষেপের’ জন্য ইরানকে অভিযুক্ত করার একদিন পর এসব কথা বললেন বাহরাম কাসেমি। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাম্প্রতিক কায়রো সফরের পর মঙ্গলবার ওই বিবৃতি প্রকাশ করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে আনা অভিযোগ গতানুগতিক, মিথ্যা ও ভিত্তিহীন। কিছু সুনির্দিষ্ট দেশ নিজেদের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। তবে এ ধরনের অভিযোগ মধ্যপ্রাচ্যের শত্রু ও অমঙ্গলকামীদের স্বার্থ রক্ষা করবে বলে তিনি উল্লেখ করেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮