মধ্যপ্রাচ্যে তেহরানের ভূমিকায় বাধা দিতে চায় আমেরিকা: সাইয়্যেদ রাসুলে মুসাভি
(last modified Mon, 02 Apr 2018 09:43:23 GMT )
এপ্রিল ০২, ২০১৮ ১৫:৪৩ Asia/Dhaka
  • সাইয়্যেদ রাসুলে মুসাভি
    সাইয়্যেদ রাসুলে মুসাভি

ইরানের সাবেক রাষ্ট্রদূত সাইয়্যেদ রাসুলে মুসাভি বলেছেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায় ইরানে সরকার পরিবর্তনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তেহরানের সৃষ্টিশীল ভূমিকায় বাধা দিতে।

বার্তাসংস্থা ইসনার সঙ্গে আলাপকালে তাজিকিস্তান ও  ফিনল্যান্ডে ইরানের সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, ট্রাম্পের পদক্ষেপের উদ্দেশ্য হলো ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা। ট্রাম্পে এ ধরনের পদক্ষেপ প্রমাণ করে তিনি আসলে রাজনীতিক নন।

রাজনীতি বিশ্লেষক জনাব মুসাভি আরও বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরানের যে অবস্থান রয়েছে, তা ৫ বছর আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা চাচ্ছে এই গুরুত্বপূর্ণ অবস্থান থেকে ইরানকে পিছিয়ে দিতে।  

পার্সটুডে/নাসির মাহমুদ/২

 

ট্যাগ