৪ দিনের রাশিয়া সফরে তেহরান ত্যাগ করলে ডা. বেলায়েতি
(last modified Mon, 01 Feb 2016 06:42:01 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০১৬ ১২:৪২ Asia/Dhaka
  • ৪ দিনের রাশিয়া সফরে তেহরান ত্যাগ করলে ডা. বেলায়েতি

১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি আজ(সোমবার) মস্কো উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। রুশ ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধানের আমন্ত্রণে চার দিনের এ সফরে গেছেন বেলায়েতি।

তেহরান ত্যাগের প্রাক্কালে বেলায়েতি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার "কৌশলগত নীতি বাস্তবায়ন"এর সঙ্গে সম্পর্ক রেখে এ সফর করা হচ্ছে। ইরান এবং রাশিয়া উভয় অঞ্চলে শক্তিশালী দেশ বলে উল্লেখ করেন তিনি। শান্তি ও আন্তর্জাতিক লেনদেনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে এ দুই দেশ গঠনমূলক ভূমিকা পালন করতে পারে বলেও জানান তিনি। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে তেহরান-মস্কোর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতার প্রধান স্তম্ভ হলো ইরান এবং রাশিয়া।

এ সফরের সময়ে রাশিয়ার উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান ডা. আলী আকবর বেলায়েতি। এ ছাড়া, বেলায়েতির মস্কোতে একটি সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে।#

রেডিও তেহরান/সমর/১

ট্যাগ