রমজানব্যাপী ইরানে কুরআনের সাংস্কৃতিক চর্চার বৈচিত্র্য
-
কুরআনের তেলাওয়াতের মাহফিলে ইরানি নারীরা
পবিত্র কুরআন নাজিলের মাস রমজানকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে কুরআন তেলাওয়াত, প্রশিক্ষণ এবং জীবনের সর্বক্ষেত্রে কুরআন অনুশীলন ও বাস্তবায়নের মাস হিসেবে পালন করা হয়।

এ মাসে বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে কুরআন তেলাওয়াতের উদ্যোগ নেয়া হয়। জাতীয় পর্যায়ের কুরআন মাহফিলে উপস্থিত থাকেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

এবার ১৭ মে রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে ইরানের খ্যাতিনামা ক্বারিগণ উপস্থিত ছিলেন।

রমজান মাসে বিভিন্ন প্রতিষ্ঠান কুরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়। রোজাদাররা চেষ্টা করেন এ মাসে অন্তত একবার কুরআন খতম করতে। ইরানে প্রাতিষ্ঠানিকভাবেও কুরআন খতমের রেওয়াজ চালু আছে। কয়েকজন মিলে পারা ভাগ করে নিয়ে কুরআন খতম করে থাকেন।

তেহরানে প্রতিবছর আন্তর্জাতিক কুরআন মেলার আয়োজন করা হয়। এবার ১৯ মে তারিখে তেহরানে মোসাল্লায় দু'সপ্তাহব্যাপী ২৬তম কুরআন মেলা শুরু হয়েছে। ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রণালয় এই মেলার আয়োজন করে থাকে। #
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩