‘সমঝোতা ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে পরমাণু তৎপরতা শুরু করবে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i58528-সমঝোতা_ব্যর্থ_হলে_তাৎক্ষণিকভাবে_পরমাণু_তৎপরতা_শুরু_করবে_ইরান’
২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ব্যর্থ হলে নিজের পরমাণু তৎপরতা তাৎক্ষণিকভাবে আবার শুরু করবে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বুধবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে এ হুমকি দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০১৮ ০৪:৫৪ Asia/Dhaka
  • রেজা নাজাফি
    রেজা নাজাফি

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ব্যর্থ হলে নিজের পরমাণু তৎপরতা তাৎক্ষণিকভাবে আবার শুরু করবে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বুধবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে এ হুমকি দিয়েছেন।

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে কিছু সুনির্দিষ্ট কাজ পুনরায় শুরু করার প্রস্তুতির ব্যাপারে তেহরান আইএইএ’কে সম্প্রতি যে চিঠি দিয়েছে সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে নাজাফি এ কথা বলেন।

তিনি বলেন, “এটি হচ্ছে একটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতিমুলক কর্মকাণ্ড। যদি অনাকাঙ্ক্ষিতভাবে পরমাণু সমঝোতা ব্যর্থ হয় তাহলে ইরান এ সমঝোতায় প্রদত্ত প্রতিশ্রুতি থেকে বেরিয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে নিজের পরমাণু কর্মসূচি শুরু করবে।”

ইরানের একটি পরমাণু স্থাপনা (ফাইল ছবি)

ইরানের রাষ্ট্রদূত জানান, ইস্পাহানের পরমাণু স্থাপনায় ইউএফসি৬ উৎপাদনের জন্য ইউসিএফের (ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটি) কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে তার দেশ। পাশাপাশি নতুন করে সেন্ট্রিফিউজ নির্মাণের জন্য অবকাঠামোগত কাজ শুরু করারও প্রস্তুতি নেয়া হয়েছে।

রেজা নাজাফি বলেন, “কিন্তু এর অর্থ এই নয় যে, পরমাণু সমঝোতাকে পাশ কাটিয়ে ইরান এখনই পরমাণু তৎপরতা শুরু করছে; বরং এটি প্রস্তুতিমুলক কাজ। যদি সমঝোতার একটি পক্ষ তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে তাহলে অপরপক্ষেরও একই ধরনের কাজ করার অধিকার থাকবে। ”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭