ইরানের শান্তিপূর্ণ প্রতিষ্ঠানের ওপর হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রমাণ: রেজা নাজাফি
-
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের রাষ্ট্রদূত এবং প্রতিনিধি: রেজা নাজাফি
পার্সটুডে:আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
পার্সটুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের রাষ্ট্রদূত ও প্রতিনিধি রেজা নাজাফি সোমবারের ভাষণে বলেন, ইরানের আওতাধীন পরমাণু স্থাপনার ওপর হামলা, যা পরমাণু স্থাপনার নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকিস্বরূপ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।
নাজাফি আরও বলেন, "এই অভূতপূর্ব এবং অবৈধ পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এর ফলে পারমাণবিক অস্ত্রের সুরক্ষা হ্রাস পেয়েছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এই পদক্ষেপের আগ্রাসী মাত্রার কথা উল্লেখ করে বলেন: ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকা ও ইসরাইলের হামলা অভূতপূর্ব এবং এজেন্সির মহাপরিচালকের পারমাণবিক সুরক্ষা সম্পর্কিত প্রতিবেদনে প্রতিফলিত হওয়া জরুরি।
তিনি উল্লেখ করেন: সাম্প্রতিক বছরগুলোতে ইরানের প্রতিনিধি দল এজেন্সির নথিতে হামলা বা হামলার হুমকির বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিধান অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে, কিন্তু কিছু পক্ষের বিরোধিতা ওই প্রচেষ্টাকে বাধা দিয়েছে। সাম্প্রতিক আক্রমণগুলো প্রমাণ করেছে এই বিরোধের আসল কারণগুলো কী ছিল।
রেজা নাজফী সবশেষে বলেনঃ পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ব্যতীত সত্যিকারের পারমাণবিক সুরক্ষা অর্জন করা সম্ভব হবে না। পরমাণু অস্ত্রের অধিকারী দেশগুলো শুধু যে তাদের প্রতিশ্রুতিই রক্ষা করে নি তাই নয় বরং নতুন নতুন অস্ত্র তৈরির প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে। এই অস্ত্রের সম্পূর্ণ অবসান প্রয়োজন।#
পার্স টুডে/এনএম/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।