ইরানের শিশুরা যেভাবে রমজান পালন করে থাকে
https://parstoday.ir/bn/news/iran-i59004-ইরানের_শিশুরা_যেভাবে_রমজান_পালন_করে_থাকে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিশুরা উৎসবমুখর পরিবেশে পবিত্র মাহে রমজান পালন করে থাকে। শিশুদের অনেকে এবারই প্রথম রোজা রেখেছে। তাদের আনন্দের যেন শেষ নেই।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৪, ২০১৮ ২১:২৫ Asia/Dhaka
  • ইরানের শিশুরা যেভাবে রমজান পালন করে থাকে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিশুরা উৎসবমুখর পরিবেশে পবিত্র মাহে রমজান পালন করে থাকে। শিশুদের অনেকে এবারই প্রথম রোজা রেখেছে। তাদের আনন্দের যেন শেষ নেই।

রোজার মাসে করণীয় সম্পর্কে ইরানে শিশুদের নানা রকম শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হয়।

ইফতার তৈরি ও সাজিয়ে রাখা, কোনো মেহমান এলে তাকে ইফতার দেয়া, বাড়ির আশেপাশে প্রতিবেশী; এমনকি মসজিদে সমবেত মুসল্লীদের জন্য ইফতার পৌঁছানোর ক্ষেত্রে ইরানের শিশুরা ভূমিকা রাখে।

তারা কুরআন তেলাওয়াত ও কুরআন বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। রেডিও-টেলিভিশনে শিশুদের অংশগ্রহণে নানা ধরনের অনুষ্ঠান হয়।

শবে ক্বদরের দিনগুলোতে ইরানি শিশুরা মসজিদে সমবেত মুসল্লিতে মধ্যে পানি, খেজুর ও মিষ্টি বিতরণ করার দায়িত্ব পালন করে।

এছাড়া, কুরআন বিতরণের কাজও তারা করে থাকে। রমজান মাসটিতে তারা মূলত সওয়াব ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪