ভলিবল নেশনস লিগ: দক্ষিণ কোরিয়াকে ৩-১ সেটে হারাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i59382-ভলিবল_নেশনস_লিগ_দক্ষিণ_কোরিয়াকে_৩_১_সেটে_হারাল_ইরান
আন্তর্জাতিক ভলিবল সংস্থার (এফআইভিবি) নেশনস লিগে দক্ষিণ কোরিয়াকে ৩-১ সেটে হারিয়েছে ইরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২৩, ২০১৮ ০১:০৯ Asia/Dhaka
  • (বামে) ১৯ বছর বয়সী ইরানি ভলিবল তারকা সাবের কাজেমি
    (বামে) ১৯ বছর বয়সী ইরানি ভলিবল তারকা সাবের কাজেমি

আন্তর্জাতিক ভলিবল সংস্থার (এফআইভিবি) নেশনস লিগে দক্ষিণ কোরিয়াকে ৩-১ সেটে হারিয়েছে ইরান।

তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম সেটটি  ২-২ পয়েন্টে জয় লাভ করে ইরান। কিন্তু দ্বিতীয় সেটে ২৩-২৫ পয়েন্টে হেরে যায় তারা। এরপর ইরানের ১৯ বছর বয়সী ভলিবল তারকা সাবের কাজেমির নৈপুণ্যে যথাক্রমে ২৫-২৩ ও ২৫-২২ পয়েন্টে তৃতীয় ও চতুর্থ সেট জেতে ইরান।

দর্শকদের একাংশ

ইরানের পক্ষে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেন মিলাদ এবাদিপুর (১৬ পয়েন্ট)। এরপর মোর্তেজা শারিফি ও সাবের কাজেমী পান ১২ পয়েন্ট করে। কোরিয়ার পক্ষে মুয়াং গুন সং এবং জিয়ং বোক না সমানসংখ্যক ১৩ পয়েন্ট লাভ করেন।

ইরান আগামীকাল (শনিবার) বুলগেরিয়ার বিপক্ষে আর কোরিয়া জার্মানির মুখোমুখি হবে।

এদিকে আজ দিনের অন্য দুটি খেলায় ফ্রান্স ৩-২ সেটে আমেরিকাকে এবং জার্মানি একই ব্যবধানে বুলগেরিয়াকে হারায়। এছাড়া, চীন ৩-১ সেটে জাপানের বিপক্ষে জয় লাভ করে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩