ইরাক ও ইরানের অভিন্ন শত্রু আমেরিকা: বেলায়েতি
-
আলী আকবর বেলায়েতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন,আমেরিকা ইরাক ও ইরানের অভিন্ন শত্রু।
তেহরানে ইরাকের কজন চিন্তাবিদ ও বুদ্ধিজীবীর সঙ্গে সাক্ষাতে কোনো কোনো পশ্চিমা দেশসহ ইসরাইল এবং আমেরিকার উচ্চাভিলাষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।বেলায়েতি বলেন, আমেরিকা আক্ষরিক অর্থেই প্রত্যেক জাতির 'শত্রু'।
ইরান এবং ইরাক দু'দেশেই রয়েছে জ্বালানির বিশাল মজুদ। চৌদ্দ শ বছরের ইতিহাসে ইসলামি সভ্যতা গড়ার ক্ষেত্রে ইসলামের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মানবিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক সকল দিক থেকেই ইরান ও ইরাকের যৌথ অবদানের কথা উল্লেখ করেন বেলায়েতি। দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতারও ব্যাপক সুযোগ রয়েছে বলে সর্বোচ্চ নেতার উপদেষ্টা মন্তব্য করেন।
দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও ঘনিষ্ট করার ওপরও গুরুত্ব দেন জনাব বেলায়েতি।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৬