শিয়া-সুন্নি বিরোধ সৃষ্টি ইহুদিবাদীদের কাজ : আয়াতুল্লাহ কাশানি
(last modified Fri, 06 Jul 2018 11:11:30 GMT )
জুলাই ০৬, ২০১৮ ১৭:১১ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি
    আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মুসলমানদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে ইহুদিবাদীরা। বিচ্ছিন্নতার চিত্র তাদের মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচার করে বোঝানোর চেষ্টা করে এটাই হলো ইসলামের প্রকৃত রূপ।

জুমার খুতবায় আজ বিশিষ্ট এই আলেম আরও বলেন, জনগণের কাছাকাছি যেতে হবে, যাতে শত্রুরা বিচ্ছিন্নতার বীজ রোপন করার সুযোগ না পায়। ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় পরিচালিত টিভি চ্যানেলগুলো থেকে শিয়া সুন্নির মাঝে বিচ্ছিন্নতার বীজ ছড়ানো হচ্ছে।ইহুদিবাদীদের স্বার্থেই এই মতপার্থক্য সৃষ্টি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মুসলমানদের মাঝে ঐক্যের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে শত্রুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিয়াদের ষষ্ঠ ইমাম, জাফর সাদেক (আ) এর আসন্ন শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শোক ও সমবেদনা জানান আয়াতুল্লাহ ইমামি কাশানি।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৬

 

ট্যাগ