মার্কিন চাপ সত্ত্বেও তেল রপ্তানিতে বড় কোনো পরিবর্তন আসে নি: ইরান
(last modified Mon, 09 Jul 2018 04:16:31 GMT )
জুলাই ০৯, ২০১৮ ১০:১৬ Asia/Dhaka
  • সাংবদিকদের সঙ্গে কথা বলছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ
    সাংবদিকদের সঙ্গে কথা বলছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও তার দেশের তেল উত্তোলন ও রপ্তানিতে বড় কোনো পরিবর্তন বাসে নি।

বিজান জাঙ্গানেহ বলেন, মার্কিন হুমকি মোকাবেলার জন্য ইরান এরইমধ্যে একটি পরিকল্পনা নিয়েছে এবং সে পরিকল্পনা সফলতার সঙ্গে কাজও করছে। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের ইরান-বিরোধী নানা তৎপরতার কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

তেল উত্তোলন বাড়াতে সৌদি আরবের ওপর চাপ সৃষ্টির জন্য ইরানি মন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, মার্কিন প্রচেষ্টার কারণে তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। এ ধরনের চাপ তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের নীতিমালার বিরোধী বলেও তিনি মন্তব্য করেন। ইরান ও সৌদি আরব- দু দেশই এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। জাঙ্গানেহ বলেন, ওপেকের নীতি হচ্ছে রাজনৈতিক চাপের কারণে কখনো আন্তর্জাতিক তেলের বাজারের গতি পরিবর্তন করা যাবে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে দেয়া হবে না এবং দেশটির তেলের উত্তোলন শূণ্যের কোঠায় আনা হবে। এর জবাবে ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান তেল বিক্রি করতে না পারলে হরমুজ প্রণালী দিয়ে কাউকে তেল বিক্রি করতে দেয়া হবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯