ইরান-আসিয়ান সহযোগিতা চুক্তি করবে: সিঙ্গাপুর
https://parstoday.ir/bn/news/iran-i60233-ইরান_আসিয়ান_সহযোগিতা_চুক্তি_করবে_সিঙ্গাপুর
এসোসিয়েশেন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ানের সঙ্গে সহযোগিতা চুক্তি করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০১৮ ২০:৫৮ Asia/Dhaka
  • আসিয়ানের শীর্ষ নেতাদের সম্মেলন ফটো সেশন (ফাইল ফটো)
    আসিয়ানের শীর্ষ নেতাদের সম্মেলন ফটো সেশন (ফাইল ফটো)

এসোসিয়েশেন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ানের সঙ্গে সহযোগিতা চুক্তি করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠবে।

তেহরানে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত ওং কেংয়ের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে একথা জানানো হয়েছে। আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন সম্মেলনে এ চুক্তি সই হবে বলে জানিয়েছেন ওং।

তিনি জানান, আগামী ৩০ জুলাই সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ওই চুক্তিতে সই করবেন। ওং বলেন, যেকোনো দেশ আসিয়ানের সঙ্গে সহযোগিতা চুক্তি সই করতে চায় তাকে স্বাগত জানায় এ সংস্থা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

দু মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন। এরপর আসিয়ানের সঙ্গে এই চুক্তি হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকারের চলে যাওয়া সত্ত্বেও এশিয়ার এসব দেশ ইরানের সঙ্গে বাণিজিক্য লেনদেন ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে চায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১