ইরানের কাছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবদার
https://parstoday.ir/bn/news/iran-i60405-ইরানের_কাছে_মার্কিন_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_আবদার
ইরানে গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করে ওই ঘটনায় আটক ব্যক্তিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট গতকাল (শনিবার) এক টুইটার বার্তায় এ আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০১৮ ০৯:২০ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট
    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট

ইরানে গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করে ওই ঘটনায় আটক ব্যক্তিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট গতকাল (শনিবার) এক টুইটার বার্তায় এ আহ্বান জানিয়েছেন।

২০১৭ সালের ডিসেম্বরে ইরানের কয়েকটি শহরে গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানিয়ে নুয়ার্ট ওই ঘটনায় আটক ব্যক্তিদের তার ভাষায় ‘প্রতিবাদী ছাত্র’ বলে অভিহিত করেন।

মার্কিন সরকার এর আগেও ইরানে গোলযোগ সৃষ্টির প্রচেষ্টাকে সমর্থন করেছিল। এ ছাড়া, ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী ওই গোলযোগ সৃষ্টির পেছনে নিজের ভূমিকার কথা স্বীকার করেছে।

২০১৭ সালের ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানের কয়েকটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান শত শত মানুষ। কিন্তু মোনাফেকিন গোষ্ঠীর উসকানিতে কিছু শহরের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। মোনাফেকিন গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা মারিয়াম রাজাভি ২০১৮ সালের জানুয়ারি মাসে সৌদি দৈনিক ওকাজকে দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন, তার সংস্থার গুপ্তচররা ইরানে সৃষ্ট গোলযোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইরানে গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানান ডোনাল্ড ট্রাম্প

ইরানের ওই গোলযোগের ব্যাপারে এই প্রথম মার্কিন সরকার হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়নি। এর আগে ওই গোলযোগ চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশ করে বলেছিলেন, “আমরা আপনাদের পাশে আছি।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯