২১ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে ইরান
-
গত দুই বছরে ৫০ জনেরও বেশি ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে ইরান
ইরানের পানিসীমায় অবৈধভাবে ঢুকে পড়া ২১ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে তেহরান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছেন।
তিনি বলেছেন, এসব জেলেকে ইরানের দিক্ষণাঞ্চলীয় ‘নাহ্লে তাকি’ এলাকা থেকে আটক করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী। মুক্তিপ্রাপ্ত জেলেদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু রাজ্যের অধিবাসী বলে জানান সুষমা স্বরাজ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিপ্রাপ্ত জেলেদেরকে ইরান থেকে সরাসরি চেন্নাইতে নিয়ে যাওয়া হবে। শুক্রবার থেকে কয়েকটি দলে বিভক্ত হয়ে ভারতীয় জেলেরা নিজেদের দেশে ফিরবে বলে তিনি জানান।
ইসলামি প্রজাতন্ত্র ইরান এর আগে চলতি বছরের গোড়ার দিকে দিল্লীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে আট ভারতীয় জেলেকে মুক্ত দিয়েছিল। এ নিয়ে গত দুই বছরে ইরানের পানিসীমায় অবৈধভাবে ঢুকে পড়া অন্তত ৫০ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হলো।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন