আমেরিকা মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে: জেনারেল রহিম সাফাভি
https://parstoday.ir/bn/news/iran-i64494-আমেরিকা_মধ্যপ্রাচ্য_ছাড়তে_বাধ্য_হবে_জেনারেল_রহিম_সাফাভি
ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সিনিয়র উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ০৬:৩২ Asia/Dhaka
  • মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি
    মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সিনিয়র উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করা হবে।

জেনারেল সাফাভি শনিবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান গত চার দশকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত হয়েছে। আজ ইরানের প্রভাব বলয় কাস্পিয়ান সাগর ও পারস্য উপসাগর ছাড়িয়ে ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছে গেছে।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা (ফাইল ছবি)

জেনারেল রহিম সাফাভি বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী ছড়িয়ে দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছিল তা ব্যর্থ করে দিয়েছে ইরান। সেইসঙ্গে ইরাক ও সিরিয়া সরকারের অনুরোধে ওই দুই দেশে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে তেহরান।

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সিনিয়র উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সহযোগিতা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমেরিকা অচিরেই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩