কৃষিতে সহযোগিতা বাড়াবে ইরান ও তুরস্ক
(last modified Wed, 03 Oct 2018 18:02:23 GMT )
অক্টোবর ০৪, ২০১৮ ০০:০২ Asia/Dhaka
  • ইরানের একটি কৃষিক্ষেত
    ইরানের একটি কৃষিক্ষেত

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক কৃষিক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াবে। এ নিয়ে আজ (বুধবার) ইরানের কৃষিমন্ত্রী জিহাদ মাহমুদ হোজ্জাতি তুরস্কের কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই মন্ত্রী কৃষিখাতে তিনটি বিষয়ে সমঝোতা স্মারক বা এমওইউ সই করেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে,  গার্ডেনিং, ভ্যাটেরিনারি এবং মৌচাষ নিয়ে এমওইউ সই হয়।  

পরে ইরানের কৃষিমন্ত্রী হোজ্জাতি জানান, কৃষিখাতে দু দেশের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে তা রোডম্যাপ হিসেবে কাজ করবে এবং পশুরোগ দূর করতে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, তুরস্কের সঙ্গে এ ধরনের সম্পর্ক আরো বাড়ানোর জন্য অগ্রাধিকারমূলক শূল্ক নিয়ে আলোচনায় বসতে ইরান প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ