ইমাম হোসেন (আ.)'র চেহলামে ইরানের সর্বোচ্চ নেতার শোক পালন
https://parstoday.ir/bn/news/iran-i65444-ইমাম_হোসেন_(আ.)'র_চেহলামে_ইরানের_সর্বোচ্চ_নেতার_শোক_পালন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অংশগ্রহণে আজ (মঙ্গলবার) তেহরানে ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন পালিত হয়েছে। তেহরানে ইমাম খোমেনি (রহ.) হোসাইনিয়াতে শোকানুষ্ঠানে তিনি অংশ নেন। আজকের ওই শোকানুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা দেশের হাজার হাজার ছাত্র-ছাত্রী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০১৮ ২০:০৮ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা
    সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অংশগ্রহণে আজ (মঙ্গলবার) তেহরানে ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন পালিত হয়েছে। তেহরানে ইমাম খোমেনি (রহ.) হোসাইনিয়াতে শোকানুষ্ঠানে তিনি অংশ নেন। আজকের ওই শোকানুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা দেশের হাজার হাজার ছাত্র-ছাত্রী।

শোকপালন শেষে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ঈমানদার যুবকদের পবিত্র হৃদয়, সৎ মনোবৃত্তি ও নির্মল বিশ্বাস ঐশী কল্যাণপ্রাপ্তির ক্ষেত্র সৃষ্টি করে। ইরানি জাতি যাতে তাদের ইসলামি ও বিপ্লবী মহান লক্ষ্য অর্জনে সফল হতে পারে সেজন্য এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন। 

আজকের ওই শোকানুষ্ঠানে প্রখ্যাত বক্তা হুজ্জাতুল ইসলাম সাদি কারবালার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শত্রুদের মোকাবেলায় সত্যপন্থীদের বিজয় অবশ্যম্ভাবী। 

ইরানের সর্বত্রই আজ আরবাঈন উপলক্ষে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০