ড্যানিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
(last modified Thu, 01 Nov 2018 00:24:24 GMT )
নভেম্বর ০১, ২০১৮ ০৬:২৪ Asia/Dhaka
  • ডেনমার্কের রাষ্ট্রদূত ড্যানি আন্নান
    ডেনমার্কের রাষ্ট্রদূত ড্যানি আন্নান

তেহরানে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কথিত একটি হত্যা প্রচেষ্টার জন্য ডেনমার্ক সরকারের পক্ষ থেকে ইরানকে ভিত্তিহীনভাবে অভিযুক্ত করার পর ড্যানিশ কূটনীতিককে তলব করা হলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ সম্পর্কে জানিয়েছেন, বুধবার সকালে ডেনমার্কের রাষ্ট্রদূত ড্যানি আন্নানকে তার মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

ইরানের একজন সরকার বিরোধী নেতাকে তেহরান ডেনমার্কের মাটিতে হত্যা করতে চেয়েছিল বলে কোপেনহেগেন অভিযোগ করেছে। সম্প্রতি ডেনমার্কের গোয়েন্দা প্রধান ফিন বোর্শ এন্ডারসন অভিযোগ করেন, কথিত ওই হত্যা প্রচেষ্টার দায়ে ইরানি বংশোদ্ভূত নরওয়ের এক নাগরিককে আটক করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ড্যানিশ রাষ্ট্রদূতকে এ ব্যাপারে ইরানের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে বলা হয়, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এ ধরনের আক্রোশপূর্ণ খবর প্রচার করা হচ্ছে।  তাকে বলা হয়, ইরান ও ইউরোপের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধী একটি মহল এ অভিযোগের পেছনে জড়িত রয়েছে।

এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাকে কোপেনহেগেনে ডেকে পাঠানো হয়েছে। তিনি সেখানে গিয়ে ইরানের এ প্রতিবাদের কথা ড্যানিশ সরকারকে জানাবেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১

ট্যাগ