বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়ছে: আয়াতুল্লাহ ইমামি কাশানি
https://parstoday.ir/bn/news/iran-i65871-বিভিন্ন_দেশের_সঙ্গে_আমেরিকার_দূরত্ব_বাড়ছে_আয়াতুল্লাহ_ইমামি_কাশানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রতি বিশ্ববাসীর ক্ষোভ ও ঘৃণা বাড়িয়ে দিচ্ছেন। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
(last modified 2025-12-24T14:20:33+00:00 )
নভেম্বর ১৬, ২০১৮ ১৮:০২ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ ইমামি কাশানি
    আয়াতুল্লাহ ইমামি কাশানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রতি বিশ্ববাসীর ক্ষোভ ও ঘৃণা বাড়িয়ে দিচ্ছেন। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

ইমামি কাশানি আরও বলেছেন, আমেরিকার প্রতি বিশ্ববাসীর ক্ষোভ ও ঘৃণা অতীতে আর কখনোই এতো বেশি মাত্রায় ছিল না। বিশ্বব্যাপী ব্যাপক দুর্নীতি, অপকর্ম ও যুদ্ধ ছড়িয়ে দিয়ে এবং ইহদিবাদী ইসরাইল ও সৌদি আরবের প্রতি সমর্থন অব্যাহত রেখে বর্তমান মার্কিন সরকার বিশ্বের সবচেয়ে ঘৃণিত সরকারে পরিণত হয়েছে। 

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, গোটা বিশ্বের দেশগুলো মার্কিন সরকারের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে। আর এ থেকে প্রমাণিত হয় বিশ্বব্যাপী আমেরিকার প্রতি আস্থা কমে গেছে। 

আয়াতুল্লাহ ইমামি কাশানি আরও বলেছেন, আমেরিকার যখন এ অবস্থা তখন বিশ্বব্যাপী ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্মান ও মর্যাদা বাড়ছে এবং বিশ্বের দেশগুলো ইসলামি শাসন ব্যবস্থাকে সৎ ও বিশ্বস্ত বলে মনে করে। গোটা বিশ্বের কাছেই এটা পরিষ্কার যে, আমেরিকা ইরান সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। বাস্তবতা হচ্ছে ইরান কখনোই যুদ্ধ ও রক্তপাত ঘটায় নি। 

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হামলা এবং ফিলিস্তিনে ইহুদিবাদী বর্বরতা প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি সরকার যেসব অপরাধযজ্ঞ চালাচ্ছে তাতে মার্কিন সমর্থন ও সহযোগিতা রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬