দায়েশকে আফগানিস্তানে নিয়েছে আমেরিকা: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i66408-দায়েশকে_আফগানিস্তানে_নিয়েছে_আমেরিকা_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, গত কয়েক বছরে উগ্র দায়েশ সন্ত্রাসীদেরকে আফগনিস্তানে নিয়েছে আমেরিকা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৮ ১৮:২০ Asia/Dhaka
  • চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট চেন জু’র সঙ্গে বৈঠকে ড. আলী লারিজানি (ডানে)
    চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট চেন জু’র সঙ্গে বৈঠকে ড. আলী লারিজানি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, গত কয়েক বছরে উগ্র দায়েশ সন্ত্রাসীদেরকে আফগনিস্তানে নিয়েছে আমেরিকা।

তেহরান সফররত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট চেন জু’র সঙ্গে এক বৈঠকে আলী লারিজানি এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন পদক্ষেপের কারণে এশিয়ার বিভিন্ন দেশ দুর্ভোগে পড়বে, যেমনটি ভুগেছে ইরাক ও সিরিয়া।

বৈঠকে ড. লারিজনি আরো বলেন- ইরান, চীন, পাকিস্তান, তুরস্ক, রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে বৃহত্তর সহযোগিতা গড়ে ওঠার বিরাট গুরুত্ব রয়েছে। গত জানুয়ারি মাসে একই কথা বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।  

মার্কিন হেলিকপ্টারে করে দায়েশ সন্ত্রাসীদের নিরাপদ স্থানে নেয়া হচ্ছে (ফাইল ফটো)

চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সন্ত্রাসবাদ-বিরোধী দুই দিনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তেহরান সফর করছেন। সম্মেলনে যোগ দেবেন ইরান, চীন, পাকিস্তান, তুরস্ক, রাশিয়া ও আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের সংসদ সদস্যরা। এ ধরনের সম্মেলন গত বছর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল; এবার অনুষ্ঠিত হচ্ছে ইরানে।#

পার্সটুডে/এসআইবি/৭