সিরিয়ার মানবিজ শহর পুনরুদ্ধারকে স্বাগত জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i66920-সিরিয়ার_মানবিজ_শহর_পুনরুদ্ধারকে_স্বাগত_জানাল_ইরান
মার্কিন-সমর্থিত জঙ্গিদের কাছ থেকে সিরিয়ার মানবিজ শহর পুনরুদ্ধার হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মানবিজ শহরে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন দেশটির বৈধ সরকারের অধীনে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৮ ০৬:৪৯ Asia/Dhaka
  • জাতীয় পতাকা উড়িয়ে মানবিজ শহরে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনী
    জাতীয় পতাকা উড়িয়ে মানবিজ শহরে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনী

মার্কিন-সমর্থিত জঙ্গিদের কাছ থেকে সিরিয়ার মানবিজ শহর পুনরুদ্ধার হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মানবিজ শহরে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন দেশটির বৈধ সরকারের অধীনে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরটি এতদিন মার্কিন-সমর্থিত কুর্দি জঙ্গি গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র নিয়ন্ত্রণে ছিল। গতকাল (শুক্রবার) শহরটিতে সিরিয়ার সেনাবাহিনী প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করে।

বাহরাম কাসেমি

এ সম্পর্কে বাহরাম কাসেমি আরো বলেন, ইরান সব সময় সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করে এসেছে। কাজেই মানবিজ শহরে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা সেদেশের সাংবিধানিক সরকারের অধীনে সেই সার্বভৌমত্ব সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ ছাড়া, মানবিজ পুনরুদ্ধারের ফলে অতি দ্রুত সিরিয়ার চলমান সংকটের ইতি ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সিরিয়ার মানবিজ শহর পুনরুদ্ধারকে রাশিয়াও স্বাগত জানিয়েছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ঘটনাকে ‘ইতিবাচক অগ্রগতি’ আখ্যায়িত করে বলেছেন, সিরিয়ার পরিস্থিতিকে শান্ত করতে মানবিজ পুনরুদ্ধারের ঘটনা ইতিবাচক ভূমিকা রাখবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯