মার্কিন চাপের কারণে ইউরোপ 'এসপিভি' নিয়ে এগুতে পারছে না : বাহরাম কাসেমি
(last modified Mon, 31 Dec 2018 12:03:10 GMT )
ডিসেম্বর ৩১, ২০১৮ ১৮:০৩ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন বজায় রাখতে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ‘এসপিভি’র ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নি ইউরোপ।

দেশি-বিদেশি সাংবাদিকদের ব্রিফিং দিতে গিয়ে তিনি আজ  আরও  বলেন,পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাবার দুই মাস অতিক্রান্ত হবার পরও 'এসপিভি' নিয়ে  কোনো অগ্রগতি নেই। মার্কিন ব্যাপক চাপের কারণে জটিল এই বিষয়টি নিয়ে আলোচনায় ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

কাসেমি বলেন, ইউরোপ বাহ্যত পরমাণু সমঝোতা রক্ষা করতে আগ্রহী হলেও কার্যত মার্কিন চাপের কারণে কিছুই করতে পারছে না। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের অঙ্গীকার রক্ষা করতে পারে নি।

সংবাদ ব্রিফিংয়ে বাহরাম কাসেমি 

অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা এসপিভি'র জটিলতা এবং ডলারের আধিপত্যও অঙ্গীকার রক্ষা করতে না পারার কারণ বলে জনাব কাসেমি উল্লেখ করেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি'র সঙ্গে তালেবানের সাম্প্রতিক বৈঠকের কথা তুলে ধরে কাসেমি বলেন, আফগানিস্তানের অর্ধেক ভূখণ্ড তালেবানের নিয়ন্ত্রণে। দেশটিতে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতাসহ ব্যাপক সংকট রয়েছে। সেজন্যই তালেবানের আগ্রহে ওই বৈঠক আফগান সরকারের জ্ঞাতসারেই অনুষ্ঠিত হয়েছে। কাসেমি বলেন, সংকট মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার লক্ষ্যে আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার ক্ষেত্র তৈরিতে সাহায্য করাই ওই বৈঠকের উদ্দেশ্য ছিল।

পার্সটুডে/নাসির মাহমুদ/৩১

 

ট্যাগ