‘পরমাণু সমঝোতা থেকে ইরান বেরিয়ে গেলে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে’
https://parstoday.ir/bn/news/iran-i67380-পরমাণু_সমঝোতা_থেকে_ইরান_বেরিয়ে_গেলে_ইউরোপ_ক্ষতিগ্রস্ত_হবে’
ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে তেহরান বেরিয়ে গেলে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যত নির্ধারণের জন্য ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনারও আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৯ ১১:৪২ Asia/Dhaka
  • কামাল খাররাজি
    কামাল খাররাজি

ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে তেহরান বেরিয়ে গেলে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যত নির্ধারণের জন্য ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনারও আহ্বান জানিয়েছেন।

ইরান সফররত নরওয়ের থিংক ট্যাংক ‘নরফ’-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। খাররাজি বলেন, ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে তা মধ্যপ্রাচ্যসহ ইউরোপের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে যা ইউরোপীয় দেশগুলোর জন্য সুখকর হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপ বিষয়ক নীতিকে অত্যন্ত বিপজ্জনক আখ্যায়িত করে ইরানের সাবেক পররাষ্টমন্ত্রী বলেন, আমেরিকা পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে ফাটল তৈরির চেষ্টা করার পাশাপাশি ব্রেক্সিট পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে। একইসঙ্গে ওয়াশিংটনের উসকানিতে ইউরোপে উগ্রবাদী চিন্তাধারার প্রসার ঘটেছে বলেও খাররাজি মন্তব্য করেন।

মঙ্গলবার তেহরানে খাররাজির সঙ্গে সাক্ষাৎ করেন নরওয়ের প্রতিনিধিরা

তিনি বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরান আশা করেছিল ইউরোপীয় ইউনিয়ন তড়িৎ গতিতে কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকার চাপের মুখে ইউরোপ কোনো পদক্ষেপ নেয়নি।

বৈঠকে নরফ-এর প্রতিনধিদলের প্রধান হেনরিক টোনে বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য না করার জন্য ইউরোপীয় কোম্পানিগুলোর ওপর আমেরিকার প্রবল চাপ ও হুমকি রয়েছে। তবে সার্বিকভাবে এই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫