তেলসমৃদ্ধ ইরানকে আন্তর্জাতিক বাজারে বাধা দেয়া যাবে না: রুহানি
(last modified Wed, 23 Jan 2019 12:24:32 GMT )
জানুয়ারি ২৩, ২০১৯ ১৮:২৪ Asia/Dhaka
  • মন্ত্রিসভার বৈঠকে বক্তৃতা করছেন প্রেসিডেন্ট রুহানি
    মন্ত্রিসভার বৈঠকে বক্তৃতা করছেন প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ হচ্ছে তেল ও গ্যাসে সমৃদ্ধ একটি দেশ। মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে এ দেশকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেল রপ্তানি করা থেকে বিরত রাখা যাবে না।

রাজধানী তেহরানে আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি জানান, গত ৪০ বছরে ইরানের তেল আবিষ্কারের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, “১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের সময় ইরানে যে পরিমাণ তেলের মজুদ ছিল এখন সেই তেল ও গ্যাসের মজুদ দ্বিগুণ হয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।”

প্রেসিডেন্ট রুহানি বলেন, “এটা এই ইঙ্গিত দেয় যে, আমরা প্রাকৃতিক সম্পদ আবিষ্কারের ক্ষেত্রে বিরাট অগ্রগতি অর্জন করেছি।” তিনি বলেন, ইরানের যে বিরাট তেল ও গ্যাসের মজুদ রয়েছে তার কারণে কেউ এ দেশকে আন্তর্জাতিক বাজারের বাইরে রাখতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন এবং তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলেছেন, ইরান যাতে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে না পারে সেজন্য তিনি ইতিহাসের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। তবে গত নভেম্বর মাস থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও তিনি ইরানের প্রধান ক্রেতা দেশগুলোকে ছয় মাসের জন্য ছাড় দিয়েছেন যাতে তারা ইরান থেকে তেল কিনতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ