ইরানি গবেষকরা উদ্ভাবন করলেন প্রোস্টেট রোগের ভেষজ ওষুধ
https://parstoday.ir/bn/news/iran-i149246-ইরানি_গবেষকরা_উদ্ভাবন_করলেন_প্রোস্টেট_রোগের_ভেষজ_ওষুধ
পার্স টুডে: একটি ইরানি জ্ঞানভিত্তিক কোম্পানির গবেষকরা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত সমস্যা (বিপিএইচ) চিকিৎসার জন্য সম্পূর্ণ ভেষজ উপাদানে একটি ওষুধ তৈরি করেছেন, যা খুব শিগগিরই বাজারে আসবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৩, ২০২৫ ১৮:৪৭ Asia/Dhaka
  • ইরানি গবেষকরা উদ্ভাবন করলেন প্রোস্টেট রোগের ভেষজ ওষুধ

পার্স টুডে: একটি ইরানি জ্ঞানভিত্তিক কোম্পানির গবেষকরা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত সমস্যা (বিপিএইচ) চিকিৎসার জন্য সম্পূর্ণ ভেষজ উপাদানে একটি ওষুধ তৈরি করেছেন, যা খুব শিগগিরই বাজারে আসবে।

৫০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে প্রোস্টেট গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি (বেনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া- বিপিএইচ) একটি সাধারণ সমস্যা। এটি প্রস্রাবের বেগ বৃদ্ধি, প্রস্রাবের সময় ব্যথা এবং প্রস্রাবের প্রবাহ কমে যাওয়ার মতো লক্ষণ সৃষ্টি করে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে ওই কোম্পানির ব্যবস্থাপক আলী আসগর সায়েদি জানান, এই ভেষজ ওষুধে রয়েছে:

কুমড়ার বীজ, খেজুর গাছের পরাগ, ভিটামিন ই ও সি এবং সেলেনিয়াম ও জিঙ্কের মতো খনিজ উপাদান। যা বিপিএইচ চিকিৎসার পাশাপাশি, উর্বরতা এবং যৌন স্বাস্থ্য বৃদ্ধিতেও সহায়তা করে।   

সায়েদি আরও জানান, কয়েক বছরের গবেষণার ভিত্তিতে তৈরি এই ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়াহীন একটি বিকল্প হিসেবে কাজ করবে। সাধারণ রাসায়নিক ওষুধের মতো যৌনইচ্ছা হ্রাস, মাথাঘোরা বা রক্তচাপ কমার মতো সমস্যা এতে দেখা যায় না।

গবেষণায় দেখা গেছে, এই ওষুধ প্রোস্টেট গ্রন্থির আকার কমাতে এবং মূত্রতন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে, যা রোগীর জীবনযাত্রার মান বাড়ায়।#

পার্সটুডে/এমএআর/১৩