ইরান বিরোধী বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি: কাসেমি
(last modified Mon, 28 Jan 2019 11:46:35 GMT )
জানুয়ারি ২৮, ২০১৯ ১৭:৪৬ Asia/Dhaka
  • ইরান বিরোধী বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি: কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠকের আয়োজন করা হয়েছে। আমেরিকা সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করেছে বলে তিনি জানান।

আজ (সোমবার) ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।  

বাহরাম কাসেমি আরও বলেছেন, ওয়ারশ বৈঠকের ওপর পূর্ণ নজর রেখেছে ইরান এবং কূটনৈতিক অঙ্গনে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। 

আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইরান বিরোধী ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

গত ১১ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইরান বিরোধী ওই বৈঠকের ঘোষণা দেন।

কয়েকটি ইউরোপীয় দেশে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সফর প্রসঙ্গে বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সফর অনুষ্ঠিত হয়েছে।  

বিশেষ অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা এসপিভি চালুর ক্ষেত্রে ইউরোপ যে বিলম্ব করছে সেটার ক্ষতিপূরণ তারা কীভাবে করবে তা ইরান দেখতে চায় বলে জানান বাহরাম কাসেমি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮

 

ট্যাগ