ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি মূল্যহীন: মে. জেনারেল মুসাভি
https://parstoday.ir/bn/news/iran-i67795-ইরানের_বিরুদ্ধে_শত্রুদের_হুমকি_মূল্যহীন_মে._জেনারেল_মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, শত্রুদের হুমকি একেবারেই মূল্যহীন। বার্তা সংস্থা ইরনা'র সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ১২:৫৪ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, শত্রুদের হুমকি একেবারেই মূল্যহীন। বার্তা সংস্থা ইরনা'র সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুসাভি আরও বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে গত ৪০ বছরে শত্রুরা ইরানি জনগণের বিপ্লবী চেতনা নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারে নি। শত্রুরা সব ধরণের অন্যায় পদক্ষেপ নিয়েছে। কিন্তু ইরানি জনগণ তাদের নীতি-্‌আদর্শ থেকে সরে যায় নি। 

তিনি বলেন, মিত্র দেশগুলোর প্রতি আমাদের বার্তা হচ্ছে আপনারা শত্রুদের হুমকিতে ভয় পাবেন না। তাদের হুমকির কোনো মূল্য নেই।

আগামী ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লব বার্ষিকীর মিছিলে অংশ নিয়ে ইরানিরা আবারও সাম্রাজ্যবাদের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করবে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২