ইউরোপ চাইলে মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করতে পারে: ড. রুহানি
(last modified Sat, 02 Feb 2019 13:06:41 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ১৯:০৬ Asia/Dhaka
  • ইউরোপ চাইলে মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করতে পারে: ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের সম্পর্কে মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলতে পারবে না। আজ (শনিবার) ক্রোয়েশিয়ার নয়া রাষ্ট্রদূত দ্রাগা ষ্টানবুক'র পরিচয়পত্র গ্রহণের সময় তিনি এ কথা বলেছেন।

রুহানি বলেন, বর্তমানে আন্তর্জাতিক সংস্থাগুলোসহ গোটা বিশ্বই হোয়াইট হাউজের নানা তৎপরতার নিন্দা জানাচ্ছে। ইরান সাফল্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে বলে তিনি জানান। 

তিনি বলেন, গোটা বিশ্বই হোয়াইট হাউজের মোকাবেলায় দাঁড়িয়েছে। হোয়াইট হাউজের কর্মকর্তারা নিজ দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের কথাকেও বিশ্বাস করছেন না।

রুহানি আরও বলেছেন, আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা চালুর মাধ্যমে ইউরোপ প্রমাণ করেছে আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে স্বাধীন পদক্ষেপ নিতে পারে। এটা আমাদের জন্য খুশির বিষয়। 

এছাড়া ভেনিজুয়েলার নয়া রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণকালে তিনি বলেছেন, ভেনিজুয়েলার মানুষ আমেরিকার নয়া ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২ 

ট্যাগ