অভ্যন্তরীণ কিংবা পররাষ্ট্রনীতির ব্যাপারে ইরান কারো তোয়াক্কা করে না: কাসেমি
(last modified Mon, 04 Mar 2019 13:29:12 GMT )
মার্চ ০৪, ২০১৯ ১৯:২৯ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির ব্যাপারে ইরান অন্য কারও দেওয়া শর্ত কিংবা অনুমতির তোয়াক্কা করে না। দেশি-বিদেশি সংবাদিকদের দেওয়া সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ  তিনি একথা বলেন।

সম্প্রতি ইরান-ইউরোপ দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব কমাতে ইউরোপীয় ইউনিয়ন শর্ত দিয়েছে বলে খবর প্রচারিত হয়েছে। বাহরাম কাসেমি ওই খবর সম্পর্কে বলেন, ইরানের এই আঞ্চলিক প্রভাব স্বাভাবিকভাবে এবং জনপ্রিয়তা থেকেই ঘটছে, সরকারি বিশেষ কোনো পদক্ষেপের ফলে নয়।

বাহরাম কাসেমি 

কাসেমি বলেন, ইরানের আধ্যাত্মিক প্রভাব এমন একটি বিষয় যা দু-একটি দেশ চাইলেই তা বাড়াতে কিংবা কমাতে পারবে না।

ভারত-পাকিস্তান উত্তেজনায় ইরানের অবস্থান সম্পর্কে কাসেমি বলেন: তেহরান মনে করে দু'দেশের মধ্যকার এই উত্তেজনায় কোনো পক্ষেরই কল্যাণ নেই। ইরান তাই শান্তিপূর্ণ উপায়ে দু'দেশের মধ্যকার উত্তেজনা নিরসনের ওপর গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শান্তি প্রতিষ্ঠায় যে-কোনো রকমের সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান এই কূটনীতিক।#


পার্সটুডে/নাসির মাহমুদ/৪

ট্যাগ