ভিসার জন্য ফি নেবে না ইরান ও ইরাক: ড. রুহানি
(last modified Tue, 12 Mar 2019 04:51:31 GMT )
মার্চ ১২, ২০১৯ ১০:৫১ Asia/Dhaka
  • ভিসার জন্য ফি নেবে না ইরান ও ইরাক: ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান-ইরাক বাণিজ্যিক সহযোগিতা উভয় দেশ এমনকি গোটা পশ্চিম এশিয়ার জন্য কল্যাণকর। তিনি সোমবার রাতে বাগদাদে বাণিজ্য বিষয়ক এক সভায় এ কথা বলেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে মিল রয়েছে। নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশ একে অপরকে সহযোগিতা করেছে। এ ক্ষেত্রে গত কয়েক বছরের অভিজ্ঞতা ছিল সর্বোত্তম। 

রুহানি বলেন, দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে দুই দেশের মধ্যে ভিসা ব্যবস্থা থাকবে। তবে ভিসার জন্য কোনো ফি নেওয়া হবে না। 

ইরান দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ১২ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে বদ্ধপরিকর বলে তিনি জানান। 

ওই সভায় ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, আমরা ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারে আগ্রহী। ইরানি ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীরা ইরাকে সব ধরণের সহযোগিতা পাবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ