মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সন্দেহজনক পারমাণবিক প্রকল্প নিয়ে কাজ করছে: ইরান
(last modified Wed, 13 Mar 2019 10:23:08 GMT )
মার্চ ১৩, ২০১৯ ১৬:২৩ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সন্দেহজনক পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। তিনি আজ (বুধবার) উত্তর-পশ্চিমাঞ্চলীয় উরুমিয়া শহরে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

কোনো দেশের নাম উল্লেখ না করে আলী শামখানি আরও বলেছেন, সন্দেহজনক পারমাণবিক প্রকল্প পশ্চিম এশিয়াসহ গোটা বিশ্বের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই বিপদ আইএস জঙ্গিদের চেয়েও ভয়াবহ হতে পারে। 

তিনি বলেন, এ ধরণের হুমকির কারণে ইরানও নিজের কৌশল পুনর্নির্ধারণ করতে বাধ্য হতে পারে। ইরান এই অঞ্চলের কিছু দুষ্টু দেশ এবং বিজাতীয় শক্তির সব ধরণের তৎপরতা সার্বিক পর্যবেক্ষণে রেখেছে বলে শামখানি জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রের ধারাবাহিক ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, যারা ইহুদিবাদী ইসরাইল নীল নদ থেকে ফুরাত পর্যন্ত আধিপত্য বিস্তার করতে চাইতো তারা এখন নিজের অবৈধ সীমানার মধ্যে বন্দি হয়ে পড়েছে এবং প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্রের ভয়ে ইহুদিবাদী নেতাদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ