ইরানে বন্যা: সেনাবাহিনীর সঙ্গে কাজে নেমেছেন সাধারণ মানুষ
https://parstoday.ir/bn/news/iran-i69119
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান ও মাজান্দারান প্রদেশে ভয়াবহ বন্যায় দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করছেন দেশটির সাধারণ মানুষ। প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যার কবলে পড়েছেন কমপক্ষে ৫৬ হাজার মানুষ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২৫, ২০১৯ ১৮:২৩ Asia/Dhaka
  • ইরানি সামরিক বাহিনীর ত্রাণ তৎপরতা
    ইরানি সামরিক বাহিনীর ত্রাণ তৎপরতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান ও মাজান্দারান প্রদেশে ভয়াবহ বন্যায় দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করছেন দেশটির সাধারণ মানুষ। প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যার কবলে পড়েছেন কমপক্ষে ৫৬ হাজার মানুষ।

এসব মানুষকে সাহায্যের জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শনিবার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ঐতিহাসিক এ বন্যায় এরইমধ্যে ইরানের অন্তত পাঁচ নাগরিক মারা গেছেন।

ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছেন ইরানের সাধারণ মানুষ

এদিকে, আজ (সোমবার) থেকে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ইরানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ইমাম খোমেনী রিলিফ ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে দুর্গতদের সাহায্যে কাজ করছেন বহু সমাজকর্মী। ক্ষতিগ্রস্তদের জন্য তারা অনলাইনে নগদ সাহায্য গ্রহণ করছেন। প্রাপ্ত সাহায্য ইমাম খোমেনী রিলিফ ফাউন্ডেশন দুর্গতদের মাঝে বিতরণ করে দেবে।

ইরানের গোলেস্তান ও মাজান্দারান প্রদেশ বন্যা

এছাড়া, ইরানের রেড ক্রিসেন্ট এবং কয়েকটি এনজিও একই ধরনের তৎপরতা চালাচ্ছে। এ কাজে ইরানের অনেক খ্যাতিমান সেলিব্রেটিও নেমেছেন। এরই মধ্যে বনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

শিরাজের বন্যা পরিস্থিতিি

অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ প্রদেশে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এ পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫