শিরাজে পাহাড়ী ঢলে হতাহতের ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার শোক
(last modified Tue, 26 Mar 2019 11:09:15 GMT )
মার্চ ২৬, ২০১৯ ১৭:০৯ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিরাজ শহরে পাহাড়ী ঢলে হতাহতের ঘটনায় শোক বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। গতকাল (সোমবার) শিরাজ শহরের দারভযে কুরআন এলাকায় পাহাড়ী ঢলে ১৯ জন নিহত ও ১০৫ জন আহত হয়েছে।

তিনি শিরাজ শহরের জুমার নামাজের ইমাম হুজ্জাতুল ইসলাম লুৎফুল্লাহ দেযকামকে পাঠানো শোকবার্তায় লিখেছেন, শিরাজে ধ্বংসাত্মক বন্যায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। তিনি আন্তরিকতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ত্রাণ তৎপরতায় আরও গতি আনার কথা বলেন। 

ইরানের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এর ফলে কোনো কোনো এলাকায় বন্যা, পাহাড়ী ঢল ও ভূমি ধসের ঘটনা ঘটেছে। রাজধানী তেহরানেও বৃষ্টি হচ্ছে। বন্যার আশঙ্কার কারণে সফরের ক্ষেত্রে শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

ট্যাগ