মাস্কাট উপকূলে যৌথ নৌমহড়া চালাল ইরান এবং ওমানের নৌবাহিনী
(last modified Thu, 18 Apr 2019 06:01:09 GMT )
এপ্রিল ১৮, ২০১৯ ১২:০১ Asia/Dhaka
  • মাস্কাট উপকূলে যৌথ নৌমহড়া চালাল ইরান এবং ওমানের নৌবাহিনী

ইরান এবং ওমান যৌথ নৌমহড়া চালিয়েছে। ইরান-ওমান সামরিক বন্ধুত্ব বিষয়ক যৌথ কমিটির আওতায় মাস্কাট উপকূলে এ মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মিডিয়া কেন্দ্র।

মহড়ায় ত্রাণ ও উদ্ধার বিষয়ক অনুশীলন চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ওমানের রাজকীয় বিমান বাহিনী, সীমান্ত প্রহরী ব্রিগেড এবং ইরানি সেনাবাহিনীর আওতাধীন নৌবাহিনী ও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আওতাধীন নৌবাহিনীর কয়েকটি ইউনিট মহড়ায় অংশ নিয়েছে।

যৌথ মহড়ায় অংশগ্রহণকারী ইরানি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল গাদির নিজামি। বর্তমানে প্রতিনিধি দলটি মাস্কাট সফর করছে। ওমানের পদস্থ সামরিক কর্মকর্তা, সংসদ স্পিকার এবং উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন জেনারেল নিজামি।

পার্সটুডে/মূসা রেজা/১৮

 

 

 

 

 

ট্যাগ