তেলের বাজার থেকে ইরানকে বাদ দেয়া সম্ভব নয়: ওপেক মহাসচিব
-
ওপেক মহাসচিব মুহাম্মাদ বারকিনদো
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের মহাসচিব মুহাম্মাদ বারকিনদো বলেছেন, আন্তর্জাাতিক অপরিশোধিত তেলের বাজার থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে বাদ দেয়া অসম্ভব। আমেরিকা যখন সৌদি মদদে ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা জোরদারের উদ্যোগ নিয়েছে তখন ওপেক মহাসচিব একথা বললেন।
ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক তেল ও গ্যাস বিষয়ক এক প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের কাছে তেল বাজারে ইরানের অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ওপেক চায় না আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তৈরি হোক।
বারকিন্দো বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য যেসব সংকট সৃষ্টির চেষ্টা করছে তা তেহরান ভালোভাবে মোকাবেলা করতে পারবে বলে তিনি নিশ্চিত। তিনি বলেন, গত বছরগুলোতে ইরান নিষেধাজ্ঞা মোকাবেলার যে অভিজ্ঞতা অর্জন করেছে তা কাজে লাগাতে পারবে।
নিষেধাজ্ঞা জোরদারের পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানি তেলের শূণ্যস্থান পূরণ করবে বলে ঘোষণা দিয়েছে। এ সম্পর্কে মুহাম্মাদ বারকিনদো বলেন, ওপেকে সম্মিলিত সিদ্ধান্তের প্রশ্ন রয়েছে, ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের বিষয় এখানে নেই।#
পার্সটুডে/এসআইবি/৩