সেহরির সময় আলোকোজ্জ্বল তেহরান
মে ২২, ২০১৯ ২১:০২ Asia/Dhaka
বিশ্বে এখন চলছে পবিত্র রমজান মাস। রোজা রাখার জন্য সেহরি খাওয়া মুস্তাহাব। রাজধানী তেহরানসহ সারা ইরানে সেহরির সময় মুসলমানরা জেগে উঠেন।
এসময় বাসা-বাড়ি, হোটেলসহ রাস্তাঘাট আলোকিত হয়ে উঠে। তেহরানের বিভিন্ন এলাকায় সেহরির সময়কার দৃশ্য ফুটে তুলেছেন ফার্স নিউজের সাংবাদিক মোহসেন আতায়ী।





পার্সটুডে/আবুসাঈদ/আশরাফুর রহমান/২২
ট্যাগ