ইরানকে জড়িয়ে বোল্টনের অভিযোগ প্রত্যাখ্যান করল তেহরান
(last modified Wed, 29 May 2019 13:53:47 GMT )
মে ২৯, ২০১৯ ১৯:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

সম্প্রতি আরব আমিরাতের উপকূলের কাছে ফুজায়রা দ্বীপে তেলের ট্যাংকারে রহস্যজনক হামলার ঘটনায় তেহরানকে জড়িয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান।

গত ১২ মে ফুজায়রা দ্বীপে একটি আরব আমিরাত, একটি নরওয়ে এবং দু'টি সৌদি তেল ট্যাংকারে ইরানি নৌ মাইনের মাধ্যমে আঘাত হানা হয়েছে বলে জন বোল্টন যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। তিনি বলেন, ইরান বিদ্বেষী কথিত বি-টিমের আরেক সদস্য আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে জন বোল্টন যে এরকম হাস্যকর অভিযোগ করবেন এটা মোটেও আশ্বর্যের বিষয় নয়।   

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এর আগে জন বোল্টন, বিন জায়েদ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বি-টিমের সদস্য হিসেবে চিহ্ণিত করে বলেছিলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধে যেতে উসকানি দিচ্ছেন। মুখপাত্র মুসাভি বলেন, জনাব জন বোল্টন এবং অন্যান্য যুদ্ধবাজ নেতাদের জানা উচিত যে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার কৌশলগত ধৈর্য, তীক্ষ্ণ দৃষ্টি এবং আত্মরক্ষার পূর্ণ প্রস্তুতি দিয়ে এ অঞ্চলে গোলযোগ বাধানোর কোনো অশুভ তৎপরতাই বাস্তবায়ন হতে দেবে না।

আজ (বুধবার) আবু ধাবিতে এক সংবাদ সম্মেলনে বোল্টন কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেন যে, তেল ট্যাংকারে ইরানি নৌ বাহিনীর মাইন দিয়ে আঘাত হানা হয়েছে। তিনি বলেন, আমি মনে করি এটা পরিষ্কার যে এসব তেল ট্যাংকারে ইরানি নৌ মাইন দিয়ে আঘাত হানা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ