ইরানের সঙ্গে পূর্ণমাত্রার সম্পর্ক চান নেপালি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i70971-ইরানের_সঙ্গে_পূর্ণমাত্রার_সম্পর্ক_চান_নেপালি_প্রেসিডেন্ট
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের পূর্ণমাত্রার সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দুই দেশের প্রাচীন সভ্যতা-সংস্কৃতির কথাও তুলে ধরেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৫, ২০১৯ ১৫:৫৪ Asia/Dhaka
  • নেপালি প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করছেন ইরানি রষ্ট্রদূত আলী চেগেনি
    নেপালি প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করছেন ইরানি রষ্ট্রদূত আলী চেগেনি

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের পূর্ণমাত্রার সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দুই দেশের প্রাচীন সভ্যতা-সংস্কৃতির কথাও তুলে ধরেছেন।

শান্তি ও বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে নেপালি প্রেসিডেন্ট ইরান এবং নেপালের জনগণের সঙ্গে জনগণের কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দু দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আরো জোরদার হওয়া উচিত।

নেপালে নিযুক্ত ইরানি নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠানে প্রেসিডেন্ট বিদ্যা দেবি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি তার পরিচয়পত্র পেশ করে বলেন, নেপালের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও অন্যান্য কৌশলগত ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে তেহরান। তিনিও দু দেশের জনগণের সঙ্গে জনগণের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলী চেগেনি ভারতের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।