মার্কিন বাগাড়ম্বরের মুখে ইরানি জাতি আরো ঐক্যবদ্ধ: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i71664-মার্কিন_বাগাড়ম্বরের_মুখে_ইরানি_জাতি_আরো_ঐক্যবদ্ধ_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, আমেরিকাকে উপলব্ধি করতে হবে যে তেহরানের বিরুদ্ধে দেশটির বাগাড়ম্বরের কৌশল কেবল ওয়াশিংটনের শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ হতে আরো অনুপ্রাণিত করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০২, ২০১৯ ১৮:৪৮ Asia/Dhaka
  • ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিতের ৩১তম বার্ষিকী পালন উপলক্ষে বক্তব্য দিচ্ছেন ড. লারিজানি
    ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিতের ৩১তম বার্ষিকী পালন উপলক্ষে বক্তব্য দিচ্ছেন ড. লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, আমেরিকাকে উপলব্ধি করতে হবে যে তেহরানের বিরুদ্ধে দেশটির বাগাড়ম্বরের কৌশল কেবল ওয়াশিংটনের শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ হতে আরো অনুপ্রাণিত করবে।

মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড ক্ষেপণাস্ত্রের হামলায় পারস্য উপসাগরের আকাশে ইরানি একটি যাত্রীবাহী বিমান ভূপাতিতের ৩১তম বার্ষিকী পালন উপলক্ষে আজ (মঙ্গলবার) একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

লারিজানি বলেন. "মার্কিনীদের সমস্যা হচ্ছে তারা মধ্যপ্রাচ্য এবং ইরানি জাতি সম্পর্কে ভালোভাবে পরিচিত নন। তারা মনে করছেন যে, এ অঞ্চলে কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়ে তারা ইরানিদের মনোবলে চিড় ধরাতে পারবেন। কিন্তু ইরানিরা দেখিয়েছেন, শত্রুর নানা ষড়যন্ত্রের মোকাবেলায় তারা কতটা ঐক্যবদ্ধ।" লারিজানি এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী নীতির নিন্দা জানিয়ে বলেন, ইরানের ভেতরে ভিন্নমত পোষণকারী বিশেষজ্ঞরা আজ এই উপসংহারে পৌঁছেছেন যে, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্ধেষী নীতি অবলম্বন করছে আমেরিকা।

তিনি বলেন, ওয়াশিংটনের তেহরান-বিরোধী নীতি ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে এখন সবাই একমত পোষণ করছেন। লারিজানি বলেন, ট্রাম্পকে উপলব্ধি করতে হবে, যখন তিনি একটি সভ্য জাতির সঙ্গে দাম্ভিকপূর্ণ ভাষায় কথা বলেন তখন এটি প্রকৃতপক্ষে ওই জাতিকে ঐক্যবদ্ধ হতে আরো সহায়তা করে।#

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।