‘ব্রিটিশদের দস্যুবৃত্তির বিপরীতে আন্তর্জাতিক আইন সমুন্নত রেখেছে ইরান’
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ব্রিটিশরা জিব্রাল্টার প্রণালীতে জলদস্যুর মতো তার দেশের তেল ট্যাংকার আটক করলেও ইরান আন্তর্জাতিক নৌচলাচল আইন সমুন্নত রাখতেই ব্রিটিশ তেল ট্যাংকার জব্দ করেছে। ভেনিজুয়েলা সফররত জারিফ শনিবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, একমাত্র ইরানই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিব্রাল্টার প্রণালীর জলদস্যুতার বিপরীতে পারস্য উপসাগরে আমাদের পদক্ষেপ আন্তর্জাতিক নৌচলাচল আইন রক্ষা করার লক্ষ্যে পরিচালিত হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শুক্রবার হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরব যাওয়ার সময় ব্রিটিশ পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করে। আন্তর্জাতিক নৌচলাচল আইন লঙ্ঘনের কারণে তেল ট্যাংকারটি জব্দ করা হয়েছে বলে ইরান জানিয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনে নিযুক্ত ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে। এর আগে চলতি মাসের গোড়ার দিকে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনী ইরানের তেল ট্যাংকার আটক করার পর তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে একাধিকবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।
লন্ডন শনিবার সব ব্রিটিশ জাহাজকে সাময়িকভাবে হরমুজ প্রণালী এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
এদিকে জার্মানি ও ফ্রান্স ইরানকে ব্রিটিশ ট্যাংকার ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের হাতে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। ইইউ এক বিবৃতিতে উত্তেজনা পরিহার করতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আইআরজিসি যে ব্রিটিশ তেল ট্যাংকারটি আটক করেছে সেটি তুলনামূলক ছোট এবং জব্দ করার সময় এটি সৌদি আরবে তেল আনতে যাচ্ছিল। কিন্তু জিব্রাল্টার প্রণালী থেকে ব্রিটিশরা ইরানি যে তেল ট্যাংকার আটক করেছে সেটি একটি সুপার ট্যাংকার এবং তাতে ২১ লাখ ব্যারেল তেল রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরো বলেছেন, ব্রিটিশরা আমেরিকার তাবেদারি করে তার দেশের তেল ট্যাংকার আটক করেছে। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন যে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে লন্ডন তাতে সহযোগিতা করেছে বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
https://www.facebook.com/RadioTehranBN