লস অ্যাঞ্জেলেস থেকে ১ লাখ ৫৩ হাজার আমেরিকানকে সরে যাওয়ার নির্দেশ
ইয়েমেনে বোমা হামলা অব্যাহত এবং স্টিলথ ফাইটার মোকাবেলায় ইরানের পরিকল্পনা
-
আমেরিকার লস-অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ড
পার্সটুডে-গাজার অসহায় জনগণের সমর্থনে এবং ইহুদিবাদী ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে গতকাল (শুক্রবার) দেশটির ১৪টি প্রদেশে লক্ষ লক্ষ ইয়েমেনি বিক্ষোভ করেছে।
লস অ্যাঞ্জেলেসের ১ লাখ ৫৩ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফের পদত্যাগের দরখাস্ত, ইয়েমেনের ১৪টি প্রদেশে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভ, নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য জাতিসংঘের দূতের আহ্বান, ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় জারিফের প্রতিক্রিয়া এবং স্টিলথ ফাইটার মোকাবেলায় ইরানের পরিকল্পনা; ইত্যাদি পার্সটুডের এই নিবন্ধের আলোচ্য বিষয়।
আমেরিকা। দাবানলের ঘটনায় লস অ্যাঞ্জেলেস থেকে ১ লাখ ৫৩ হাজার আমেরিকানকে সরে যাওয়ার নির্দেশ
আমেরিকার পুলিশ ঘোষণা করেছে: লস অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ডের কারণে সেখানকার প্রায় ১ লাখ ৫৩ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। মার্কিন পুলিশের প্রতিবেদন অনুসারে, লস অ্যাঞ্জেলেসের আরও প্রায় ১ লাখ ৬৬ হাজার বাসিন্দাও সরিয়ে নেওয়া হতে হবে সতর্কবার্তা পেয়েছে। লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিপর্যয়গুলোর অন্যতম বলে মনে করা হয়।
ইরান | স্টিলথ ফাইটার মোকাবেলায় ইরানের পরিকল্পনা
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেইখিয়ন বলেছেন: শত্রুদের এফ-২২ এবং এফ-৩৫ স্টিলথ ফাইটারের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা শীঘ্রই আইআরজিসির এরোস্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা কমান্ডে একটি অ্যান্টি-ব্যালিস্টিক সিস্টেম যুক্ত হতে দেখব।
ইরান | ক্যালিফোর্নিয়ায় দাবানলের ঘটনায় জারিফের প্রতিক্রিয়া
ইরানের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ এক্স নেটওয়ার্কে তাঁর ব্যক্তিগত টাইমলাইনে লিখেছেন: প্রকৃতির ক্রোধে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের প্রতি সহানুভূতি জানানো একটি মানবিক পদক্ষেপ। বিশেষ করে ইসরাইলি বর্বরতার কারণে সহায়-সম্পদ জান-মাল সব হারানো গাজার জনগণের প্রতি এই ক্যালিফোর্নিয়ার জনগণ সমর্থন ও সহানুভূতি জানিয়েছিল।
ইসরাইল | আমরা ট্রাম্পের হুমকিতে ভীত নই: হামাস
হামাস আন্দোলনের একজন সিনিয়র সদস্য আব্দুর রাহমান শাদিদ বলেছেন: ফিলিস্তিনি জনগণের কাছে আমেরিকার হুমকির কোনও গুরুত্ব নেই। গাজা উপত্যকায় ইহুদিবাদী বন্দীদের মুক্তি না দিলে নরকের দরজা খুলে যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে তিনি এ কথা বলেন।
ইয়েমেন | ইয়েমেনের ১৪টি প্রদেশে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত
'ইহুদিবাদী ইসরাইলি গণহত্যার' বিরুদ্ধে গাজার অসহায় জনগণের সমর্থনে গতকাল (শুক্রবার) ইয়েমেনের ১৪টি প্রদেশে লক্ষ লক্ষ জনতা বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ইয়েমেন এবং গাজাসহ এ অঞ্চলের দেশগুলোতে 'ইহুদিবাদী-মার্কিন আগ্রাসনের' বিরুদ্ধে স্লোগান দেয়।
ইয়েমেন | ইয়েমেনে মার্কিন, ব্রিটিশ ও ইসরাইলি বিমান হামলায় ৭ জন হতাহত
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হোদায়দাহ প্রদেশের 'রাস ইসা' বন্দরে আমেরিকা, ব্রিটেন এবং ইসরাইলি বিমান হামলায় ওই বন্দরের একজন কর্মচারী নিহত এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। সানায় ইয়েমেনের 'চেইঞ্জ অ্যান্ড কনস্ট্রাকশন' সরকার এক বিবৃতিতে বলেছে: ইয়েমেনের বিরুদ্ধে কোনও আগ্রাসনই বিনা জবাবে পার পাবে না এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের দেশ রক্ষা করতে সক্ষম।
দক্ষিণ এশিয়া | ইরানের চ'বাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিল ভারত ও আফগানিস্তান
ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী 'বিক্রম মিসরি' এবং আফগান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইরানের চ'বাহার বন্দরের মাধ্যমে দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। মিসরি এবং মোত্তাকির মধ্যে আলোচনায়, কাবুল ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে দু'দেশই সম্মত হয়েছে। ওই কার্যক্রমে সহযোগিতার জন্য ইরানের চ'বাহার বন্দর ব্যবহার করতেও দু'দেশ সম্মত হয়েছে, যার মধ্যে আফগানিস্তানে মানবিক সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
আফ্রিকা | মিশর: গাজায় কোনও বিদেশী বাহিনী মোতায়েন করা যাবে না
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদ্র আবদুল আতি গুরুত্বের সঙ্গে বলেছেন: জাতীয়তা নির্বিশেষে কোনও বিদেশী বাহিনী গাজা উপত্যকায় অবস্থান করতে পারবে না। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: ইসরাইলি দখলদার বাহিনীর উপস্থিতি বজায় থাকলে রাফাহ ক্রসিং খোলা কিংবা ব্যবহার করা কোনোটাই সম্ভব হবে না।
ল্যাটিন আমেরিকা | শপথ গ্রহণ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল (শুক্রবার) তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। আরও ছয় বছর মেয়াদের জন্য তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। ২০২৪ সালের ২৮ জুলাই তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে সেদেশের 'জাতীয় নির্বাচন পরিষদ' শতকরা ৫১.৯৫ ভাগ ভোট পেয়ে মাদুরো বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করে। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ পেয়েছিলেন শতকরা ৪৩.১৮ ভাগ ভোট। মাদুরোর জয়ের পর আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টসহ ভেনিজুয়েলার আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে।
ইউরোপ | পোল্যান্ডে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন: পোল্যান্ডকে আন্তর্জাতিক ন্যায়-নীতি মেনে চলতে হবে। তিনি আরও বলেন: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পোল্যান্ড সফরে গেলে তাকে গ্রেপ্তার করা উচিত।
ইহুদিবাদী ইসরাইল | ইসরাইলি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফের পদত্যাগের আবেদন
ইসরাইলের টিভি চ্যানেল-১৩ জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ আমির বারআম, ওই দখলদার দেশের চিফ অফ স্টাফ হার্তেজি হলিউভি'র কাছে আবেদন জানিয়েছেন তাকে যেন আগামী মাসের শেষের দিকে বিদায় দেওয়া হয়। তিনি আর ওই পদে থাকতে চান না। সংবাদ সূত্রগুলো জানিয়েছে তার এবং সেনাপ্রধানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে এবং উভয়ের মধ্যকার মতপার্থক্য দিনের পর দিন বেড়েই চলেছে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।