ব্রাজিলে আটকা পড়েছে ইরানি জাহাজ; তেহরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i72233-ব্রাজিলে_আটকা_পড়েছে_ইরানি_জাহাজ_তেহরানের_হুঁশিয়ারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি জাহাজে জ্বালানি সরবরাহ করতে অস্বীকার করেছে ব্রাজিল। এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তেহরান বলেছে, জ্বালানি না দিলে ব্রাজিলকে এর পরিণতি ভোগ করতে হবে। তেহরান বলেছে, ব্রাজিল থেকে বছরে যে ২০০ কোটি ডলার পণ্য আমদানি করা হয় তা বাতিল করা হবে।   
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০১৯ ১৮:২৩ Asia/Dhaka
  • ব্রাজিলে আটকা পড়েছে ইরানি জাহাজ; তেহরানের হুঁশিয়ারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি জাহাজে জ্বালানি সরবরাহ করতে অস্বীকার করেছে ব্রাজিল। এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তেহরান বলেছে, জ্বালানি না দিলে ব্রাজিলকে এর পরিণতি ভোগ করতে হবে। তেহরান বলেছে, ব্রাজিল থেকে বছরে যে ২০০ কোটি ডলার পণ্য আমদানি করা হয় তা বাতিল করা হবে।   

ব্রাজিলের পেট্রোব্রাস তেল কোম্পানি ইরানি জাহাজ দুটিতে তেল সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বোলসোনারো গত শুক্রবার বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে স্থানীয় কোম্পানিগুলোকে সতর্ক করেছে সরকার।  এছাড়া, তিনি আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করছেন।

ব্রাজিলে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী সকিয়ান

আটকা পড়া জাহাজ দুটির একটি হলো গম বা ভূট্টা ভর্তি; জ্বালানি সরবরাহ না করার কারণে এটি দেশে ফিরতে পারছে না। ইরান হচ্ছে ব্রাজিল থেকে খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে অন্যতম প্রধান দেশ। ইরানি জাহাজকে জ্বালানি সরবরাহ করার বিষয়ে জটিলতা তৈরির কারণে এরইমধ্যে দেশটির কোনো কোনো কোম্পানি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা মনে করছে, এতে ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বড় রকমের প্রভাব পড়বে।

গতকাল ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী সকিয়ান ব্রাজিলের সরকারি কর্মকর্তাদেরকে বলেছেন, যদি জাহাজে তেল সরবরাহ করা না হয় তাহলে তেহরান সহজেই গম, সয়াবিন ও গোশতের জন্য নতুন সরবরাহকারী পেয়ে যাবে। বিষয়টির সমাধান ব্রাজিলের কর্মকর্তাদেরকে করতে বলেও তিনি উল্লেখ করেন। ইরানি জাহাজ দুটি ইউরিয়া নিয়ে ব্রাজিলে গিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২৪