ইরানের জাহাজ দু'টিকে জ্বালানি দিতে ব্রাজিলের আদালতের নির্দেশ
-
ইরানি জাহাজ
ইরানের আটকে পড়া দু’টি জাহাজকে জ্বালানি দিতে নির্দেশ জারি করেছে ব্রাজিলের আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারক ডিয়াস তুফলি এ আদেশ জারি করেন।
তিনি একটি সরকারি আদেশ বাতিল করে করে তেল দেওয়ার নির্দেশ দেন। ওই সরকারি আদেশের ভিত্তিতে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোবাস ইরানি জাহাজ দু’টিকে তেল দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে জ্বালানি দেওয়া সম্ভব নয় তারা জানিয়েছিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বোলসোনারো গত শুক্রবার বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি স্থানীয় কোম্পানিগুলোকে অবহিত করা হয়েছে। এছাড়া. তিনি আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করছেন।
ব্রাজিলে আটকা পড়া জাহাজ দু’টির একটি হলো গম বা ভূট্টা ভর্তি; জ্বালানি সরবরাহ না করার কারণে এটি দেশে ফিরতে পারছিল না। ইরান হচ্ছে ব্রাজিল থেকে খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে অন্যতম প্রধান দেশ। ইরানি জাহাজকে জ্বালানি সরবরাহ করার বিষয়ে জটিলতা তৈরির কারণে এরইমধ্যে দেশটির কোনো কোনো কোম্পানি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা মনে করছে,এতে ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বড় রকমের প্রভাব পড়বে। ইরানও বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছে।
ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী সকিয়ান ব্রাজিলের সরকারি কর্মকর্তাদেরকে বলেছেন, যদি জাহাজে তেল সরবরাহ করা না হয় তাহলে তেহরান সহজেই গম, সয়াবিন ও গোশতের জন্য নতুন সরবরাহকারী পেয়ে যাবে। ইরানি জাহাজ দুটি ইউরিয়া নিয়ে ব্রাজিলে গিয়েছিল এবং খাদ্যশস্য নিয়ে আসার কথা ছিল।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬