জনসনের আমলে তেহরান-লন্ডন সম্পর্ক ঘনিষ্ঠ হবে: রুহানির আশা
(last modified Mon, 29 Jul 2019 07:58:14 GMT )
জুলাই ২৯, ২০১৯ ১৩:৫৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলে তেহরান ও লন্ডনের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ হবে।

গতকাল (রোববার) জনসনকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট রুহানি এ আশা ব্যক্ত করেন। প্রেসিডেন্ট রুহানি গতকাল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় ড. রুহানি ২০১৭ সালে জনসনের তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, ইরান-ব্রিটেন সম্পর্ক নিয়ে জনসনের যে সম্পৃক্ততা রয়েছে তা দু দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। ইরানি প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য সফলতাও কামনা করেছেন।

বরিস জনসন

যখন ইরান ও ব্রিটেনের মধ্যে তেলবাহী জাহাজ আটক নিয়ে চরম উত্তেজনা চলছে তখন প্রেসিডেন্ট রুহানি এ শুভেচ্ছা বার্তা পাঠালেন।

গত মঙ্গলবার জনসন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দলীয় ভোটে বিজয়ী হন। সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগ করলে দেশটিতে এ ভোটের আয়োজন করা হয়। তিনি রক্ষণশীল টোরি দলের ৯২ হাজার ১৫৩ সদস্যের ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ও পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ ভোট।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ