ইরানে বিশ্বের সর্ববৃহৎ কার্পেট তৈরি
https://parstoday.ir/bn/news/iran-i72489-ইরানে_বিশ্বের_সর্ববৃহৎ_কার্পেট_তৈরি
ইরানের তাব্রিজ শহরে বিশ্বের সর্ববৃহৎ হাতে বোনা কার্পেট প্রদর্শন করা হয়েছে। ১ আগস্ট (বৃহস্পতিবার) পশ্চিম আজারবাইজান প্রদেশের তাব্রিজে শুরু হওয়া আন্তর্জাতিক কার্পেট মেলায় এটির উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ৬০০ বর্গমিটার কার্পেটটি তৈরি করতে সময় লেগেছে ছয় বছর।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৩, ২০১৯ ১৬:৩৮ Asia/Dhaka
  • আন্তর্জাতিক কার্পেট মেলায় ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    আন্তর্জাতিক কার্পেট মেলায় ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরানের তাব্রিজ শহরে বিশ্বের সর্ববৃহৎ হাতে বোনা কার্পেট প্রদর্শন করা হয়েছে। ১ আগস্ট (বৃহস্পতিবার) পশ্চিম আজারবাইজান প্রদেশের তাব্রিজে শুরু হওয়া আন্তর্জাতিক কার্পেট মেলায় এটির উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ৬০০ বর্গমিটার কার্পেটটি তৈরি করতে সময় লেগেছে ছয় বছর।

চারদিনব্যাপী আন্তর্জাতিক এ মেলায় তেহরান, ইস্ফাহান, গিলান, কোম এবং পশ্চিম আজারবাইজান প্রদেশের হাতে বোনা কার্পেট স্থান পেয়েছে। এছাড়া, ইরানের বাইরের কয়েকটি দেশের কার্পেটও প্রদর্শন করা হয়েছে। মেলা চলবে আগামীকাল (৪ আগস্ট) পর্যন্ত।

ইরানে কার্পেট বুনন শিল্প ২৫০০ বছরের পুরোনো। আর বর্তমানে ইরান বিশ্বের বৃহত্তম কার্পেট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। আর এ খাতে অনেক বৈদেশিক মুদ্রাও আয় করছে ইরান। 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।