১১ মার্কিন সামরিক ঘাঁটি আমাদের নজরদারিতে: ইরাকের আল-নুজাবা
(last modified Sun, 04 Aug 2019 19:31:01 GMT )
আগস্ট ০৫, ২০১৯ ০১:৩১ Asia/Dhaka
  • নাসর আল শিম্মারি (বামে)
    নাসর আল শিম্মারি (বামে)

ইরাকের আল-নুজাবা মুভমেন্টের মুখপাত্র নাসর আল শিম্মারি বলেছেন,ইরাকে মার্কিন সেনাবাহিনীর সব ধরনের তৎপরতা তাদের পর্যবেক্ষণে রয়েছে। মার্কিন ঘাঁটিগুলোর প্রতিও তারা নজর রেখেছে। রোববার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়েদ ইয়াহিয়া রহিম সাফাভির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন,ইরাকে বর্তমানে আমেরিকার ১১টি সামরিক ঘাঁটি রয়েছে এবং তাদের সেনা সংখ্যা ১১ হাজার। আল-নুজাবা মুভমেন্টের কাছে এমন সব ছবি ও ভিডিও রয়েছে যেগুলো থেকে প্রমাণিত হয় আমেরিকা দায়েশ বা আইএসকে অস্ত্র দিচ্ছে।

নাসর আল শিম্মারি আরো বলেছেন, ইরাকের বিভিন্ন এলাকায় আমেরিকার ১১টি সামরিক ঘাঁটি থাকলেও শিয়া মুসলমান অধ্যুষিত কোন এলাকায় এখন পর্যন্ত তারা কোনো ঘাঁটি নির্মাণ করতে পারেনি। এছাড়া বাগদাদ বিমানবন্দরেও মার্কিন সেনারা আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয়েছে। ১১টি ঘাঁটির মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিটি সবচেয়ে সুসজ্জিত বলে তিনি জানান।

এসময় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা রহিম সাফাভি বলেন, ইরান ও ইরাকের ভাগ্য একই সূত্রে গাথা। দুই দেশ সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে একে অপরের পরিপূরক।

তিনি আরও বলেন, ইরাককে রক্ষা করার অর্থ হচ্ছে ইরানকে রক্ষা করা। ইরাকিদের বিজয় মানে ইরানিদের বিজয়। তিনি বলেন, ইহুদিবাদীরা ইরান ও ইরাকের যৌথ শক্তিকে ভয় পায়, এ কারণে তারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা ইরাকিদের নিজেদের মধ্যেও বিভেদ উসকে দিচ্ছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।