আমেরিকাকে পারস্য উপসাগরে নিরাপত্তাহীনতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: জারিফ
-
জারিফ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরান পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকাকে এখানে অনিরাপত্তা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি আজ (বৃহস্পতিবার) অসলোতে নরওয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক বৈঠকে তিনি এ কথ বলেন।
পারস্য উপসাগরে যুদ্ধের বিপদ সম্পর্কে তিনি বলেন, ইরান এ অঞ্চলে কোনো যুদ্ধের সূচনা করবে না, তবে সর্বশক্তি দিয়ে নিজেকে রক্ষা করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইরানের জনগণকে লক্ষ্য করেই আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে, এটা এক ধরনের সন্ত্রাসবাদ। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশেরও উচিত নয় আমেরিকাকে গুণ্ডামি করার সুযোগ দেওয়া এবং ইরান কখনোই মার্কিন বলদর্পিতার কাছে নতি স্বীকার করবে না।
জারিফ বলেন, পারস্য উপসাগরে ইরানের দেড় হাজার মাইল দীর্ঘ উপকূল রয়েছে, এ কারণে ইরান হচ্ছে পারস্য উপসাগরের সবচেয়ে বড় দেশ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানকে বাদ দিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত হবে না এবং বিশ্বের কোনো দেশকেই এখানে নিরাপত্তাহীনতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গত কয়েক দিন ধরে ইউরোপের কয়েকটি দেশ সফর করছেন জাওয়াদ জারিফ। ফিনল্যান্ড ও সুইডেন সফরের পর তিনি বর্তমানে নরওয়েতে অবস্থান করছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।